খুব জোর প্রেম পেয়েছে
খুব জোর প্রেম পেয়েছে


তোকে দেখে হৃদয়ে মোর, রামধনু রং লেগেছে,
সে রং অঙ্গে মেখে মন আমার সঙ সেজেছে।
তোকে মোর মনের খাঁচায় পুষে রাখার সাধ জেগেছে,
খুব জোর প্রেম পেয়েছে, খুউউব জোর প্রেম পেয়েছে।
তুই আমার অঙ্গ হবি, তুই আমার সঙ্গ নিবি,
তুই এসে ভঙ্গ দিবি, আমার যত কাজ রয়েছে।
তোর আশকারায়, মোর প্রেম কুঁড়ি আজ ফুটেছে।
খুব জোর প্রেম পেয়েছে, খুউউব জোর প্রেম পেয়েছে।
তুই আমার স্বভাব, তুই আমার অভ্যাস,
তুই আমার ইন্ধন, আমার শ্বাসপ্রশ্বাস ।
তোকে ভেবে আমার প্রেমের রোগ হয়েছে,
খুব জোর প্রেম পেয়েছে, খুউউব জোর প্রেম পেয়েছে।
প্রতিদিনই প্রেমের দিন, বাজিছে মনো বীণ
তোকে ছাড়া আমি দীন, হয়ে যাবো বিলীন।
এসো মোর ভ্যালেন্টাইন, হৃদয়টা শূন্য আছে।
খুব জোর প্রেম পেয়েছে, খুউউব জোর প্রেম পেয়েছে।