প্রেমের আবেদন পত্র
প্রেমের আবেদন পত্র
যেদিন প্রথম দেখি, তোমার ঐ দুটি আঁখি,
মন কে ভীষণ দেয় নাড়া,
আমার দু নয়ন, তোমায় দেখে সর্বক্ষণ,
তুমি বিনা আমি দিশাহারা।
এরপর হল আলাপ, ছোটো ছোটো সংলাপ,
ধীরে ধীরে তোমায় গেল জানা।
বাড়ল পরিচয়, আমি আজ তুমি-ময়,
মেলেছে প্রেমেতে মন ডানা।
রেখেছি তোমার তরে, মনেতে জায়গা করে,
তুমি এসে ভরাও শূন্যস্থান।
তোমার ছন্দ সুরে, একটি বীণার তারে,
রচিব প্রেমের জয়গান।
তুমি এসে দেও ধরা, তোমাতেই রব ভরা,
তোমা সাথে কাটবে প্রতিক্ষণ,
একই ছন্দে কথা বলা, একই সাথে পথ চলা,
শুরু হোক নূতন জীবন।