STORYMIRROR

JAYDIP CHAKRABORTY

Romance Inspirational

1  

JAYDIP CHAKRABORTY

Romance Inspirational

কথা দিলাম

কথা দিলাম

1 min
520

কথা দিলাম, তোকে নিয়ে লিখবো প্রেমের কাব্য,

কথা দিলাম, তোর কথাই সারা জীবন ভাববো।

কথা দিলাম, তোর মনের করব ভীষণ যত্ন,

কথা দিলাম, তোকে দেবো আমার হৃদয় রত্ন।

কথা দিলাম, দুজন মিলে হব একটি স্বত্ব,

দুজন মিলে গড়বো এক প্রেমের রাজত্ব।

কথা দিলাম হব অঙ্গ, কথা দিলাম দেব সঙ্গ,

তোর সকল অনুভুতি, তোর সকল জীবন রঙ্গ।

তোকে আমি ভরিয়ে দেবো,

তোকে আমি জরিয়ে রবো।

তোর সাথে পা বাড়িয়ে ,

একই পথে পথ চলবো।

দুজনে এগিয়ে যাবো, ভর করে প্রজ্ঞা।

প্রমিস ডে তে রইল এটা আমার প্রতিজ্ঞা। 


Rate this content
Log in

Similar bengali poem from Romance