STORYMIRROR

JAYDIP CHAKRABORTY

Comedy Romance

2  

JAYDIP CHAKRABORTY

Comedy Romance

টেডি বিয়ার

টেডি বিয়ার

1 min
586

টেডি বিয়ার, সঙ্গী হিয়ার ছোটবেলার থেকে,

বড় হয়ে গিয়েছে রয়ে, সাজানো আজও তাকে।

স্কুল পেরিয়ে কলেজ, কলেজ পেরিয়ে অফিস,

টেডি বিয়ারকে ও এক মুহুর্ত করেনি মিস।

কলেজে আলাপ হল বন্ধু সায়ন্তন,

আলাপ থেকে প্রেম, বিনিময় মন।

যথারীতি প্রেমের নীতি মেনেই উপহার,

প্রতি বছর সায়ন্তনও দিতো টেডি বিয়ার।

ঘরময় টেডি বিয়ার, তবু ভরে না মন

টেডি বিয়ারই চাই হিয়ার প্রতি বার নুতন নুতন।

দুজনার ভালোবাসার পরিণতি বিয়ে,

আবদ্ধ হবে দুজন, আংটি বিনিময়ে।

সায়ন্তন নয় তো হাজির নির্ধারিত দিনে,

তবে বড় একটা টেডি বিয়ার পাঠিয়েছে সে কিনে।

বর বিনা কনে যখন ব্যাকুল , ব্যাথিত অন্তরে,

বড় সেই টেডি বিয়ার, উঠল হঠাৎ নড়ে।

দেখল হিয়া টেডির মধ্যেই রয়েছে সায়ন্তন।

হাসি-কান্না মিলে মিশে মধুর হল ক্ষণ। 


Rate this content
Log in

Similar bengali poem from Comedy