ভোরে মন, চুম্বন
ভোরে মন, চুম্বন
কেলেন্ডারে দিনটা যখন তেরই ফেব্রুয়ারি
প্রেমিক প্রেমিকারা তখন ব্যস্ত থাকে ভারি।
কেউ যায় আড়ালে, কেউ খোলাখুলি,
দুজনার দুটি ঠোঁট করে কোলাকুলি।
চোখ দুটো বন্ধ করে, বন্ধ করে শ্বাস,
দুটি মন করছে তাদের প্রেমের প্রকাশ।
বাংলায় চুমু বলে, ইংরাজিতে কিস
পার্কে, ঝোপে-ঝাড়ে চলছে অহর্নিশ।
আকুলি বিকুলি মন, শান্ত হবে কিসে?
আকুলি বিকুলি মন, শান্ত হল কিস-এ।
কিসের কিসসা বলব কত আর,
চুমুতে চমক আছে, চুমু চমৎকার।
এত শত চুমুর থেকেও সবচেয়ে বেশি দামি,
ছোটবেলার মায়ের আদর, কপালেতে হামি।