সংকীর্ণ মন
সংকীর্ণ মন
আমাদের সেই শুদ্ধচিত্ত পরোপকারী মন,
ক্রমেই হচ্ছে সংকীর্ণ, সত্য নিঃসরণ |
সকল ঘরেই আনন্দ আগে জাগতো সর্বদা,
চাষী, মুটে সবার মনেই ছিল আনন্দতা |
হাসিখুশি সবাই ছিল, কর্মপটু তারা,
এ ওর জিনিস বদলে নিয়ে চালাতো জীবনধারা |
অর্থলিপ্সা তখন মনে জাগতো না তো কারো,
একের সাহায্যে লাগতো অন্যে, জাগতো অন্তরও |
এখন তেমন মনের দেখা মেলাই যেন ভার,
ক্রূদ্ধ রোষে জ্বলছে যেন সকল অন্তর |
ভাই-এর বুকে মারছে ছোরা তারই আপন ভাই,
কারণ হয়তো ভিন্ন পার্টির, নয় সম্পত্তি চাই |
আজিকে মোদের সোনার বাংলা ঠগবাজিতে পূর্ণ,
সুযোগ পেলেই ঠকিয়ে নিয়ে করছে পকেট শূন্য |
কালোবাজারীর গুপ্ত মারের শিকার এখন মোরা,
ভেজাল জিনিস খেয়ে এখন রুগ্ন, স্বাস্থ্যহারা |
সত্য হারিয়ে নিয়েছি মোরা মিথ্যার আশ্রয়,
সুব্যবহারে ত্যাজিয়া দিয়াছি খারাপ কে প্রশ্রয় |
এমনিতরো আমরা এখন প্রায় প্রত্যেক জনে,
পাল্টে আমরা গিয়েছি মনে, নেমে গেছি নীচাসনে|
