স্মৃতির ছোট্টবেলাস্মরজিৎ দত্ত
স্মৃতির ছোট্টবেলাস্মরজিৎ দত্ত
হারিয়ে গেছে ছোট্টবেলা,
হারিয়ে গেছে ছোট্ট আমার মন।
হারিয়ে গেছে কত কিছু,
যা ছিল ছোট্ট বেলার ধন।
হারিয়ে গেছে দুষ্টুমি ঐ,
হারিয়ে গেছে মাঠের খেলা।
হারিয়ে গেছে মায়ের সাথে,
একান্তে কিছু কথা বলা।
হারিয়ে গেছে স্কুলের পড়া,
না পারলে বেতের ঠেলা।
দুঃখ সুখ খেলা আনন্দ,
ছেলেবেলার স্কুলের বেলা।
হারিয়ে গেছে বায়না গুলো,
হারিয়ে গেছে ছুঁতোগুলো।
হারিয়ে গেছে ভেলকি দেখিয়ে
ছোট্ট সাথীকে বোকা বানানো।
হারিয়ে গেছে স্বপ্ন দেখা,
হারিয়ে গেছে স্বপ্ন প্রেম।
হারিয়ে গেছে খুনশুটি গুলো,
হারিয়ে গেছে অদম্য জেদ।
হারিয়ে গেছে অনেক কিছু
হারিয়ে যাবেই তা।
তবু স্মৃতির মাল্য গাথায়
থাকবে চির গাঁথা।
