STORYMIRROR

Sahanaz Gold Jewellery

Tragedy

3  

Sahanaz Gold Jewellery

Tragedy

স্মৃতির ভিড়ে শূন্যতা

স্মৃতির ভিড়ে শূন্যতা

1 min
1.3K


আজও মনে পড়ে তোমাকে সেই আগের মতো,

তোমার প্রতিটি স্মৃতি আজও আমায় কাঁদায়,

সেই যে শ্রাবণের বৃষ্টি ভেজা দিনে অভিমান করে চলে গেলে,

এলে না ফিরে আর-------


বৃষ্টির জল আর চোখের জলে ভিজিয়ে ছিলাম নিজেকে,

চারিদিক শুধু শূন্যতা আর হাহাকার গ্রাস করেছিলো সেদিন আমায়,

অঝোর শ্রাবণ ধারার বৃষ্টিতে ভিজে ছিলাম সারাক্ষণ অদ্ভুত এক নীরবতায়,

আজ এই বর্ষনমুখর সন্ধ্যায় আবার মূহুর্তগুলো ফিরে ফিরে চাই,

অদ্ভুত এক আবেগী অনুভূতি সমস্ত প্রানজুড়ে.!


Rate this content
Log in