STORYMIRROR

Sahanaz Gold Jewellery

Fantasy

2  

Sahanaz Gold Jewellery

Fantasy

'পথভ্রষ্ট মোবাইল'

'পথভ্রষ্ট মোবাইল'

1 min
613

মোবাইলের সেকাল-একাল,

দারুণ এক ক‍্যাপশন------

সময়ে-অসময়ে মেটায় প্রয়োজন অশান্ত এই মন.

বিজ্ঞান দিয়েছে নিত্য নতুন প্রযুক্তির স্বাদ,

জানা আছে সবার,ইতিহাসে আছে তাদের নাম ডাক.

কালের আবর্তে আর সময়ের স্রোতে পুরানোর পরিবর্তন,

বাংলার ঘরে ঘরে সবার হাতে আজ 'মোবাইল ফোন' .

সেকালের আবেগ আর একালের আবেগের নিত্য নতুন কলাকৌশল,

দিবানিশি মোবাইলে আসে মিসকল,জাগে সবার মনে কৌতুহল.

মোবাইল তুমি পরকীয়া প্রিয়, পরিবার অবহেলা,

কাজের বাহানায় শুধু ভালোবাসার কথা বলা.


সেকাল পাল্টে গিয়ে অস্হির একালে ঢুকে যায়,

একাল-সেকাল ,কবিতার কূলে এসে ভীড় জমায় মহাকাল.

ক্রমশঃ বদলায় প্রেমের-ই সংজ্ঞা------

ঝকঝকে নীলখামের প্রেম ছুটি নেই গুটিগুটি পায়ে,

বদলে আসে এসএমএস, আর হোয়াটসআ্যপ জোয়ারে ভাসে,

চ‍্যাটিংয়েই চলে মন কষাকষি, মান-অভিমানের পালা,

কালের আবর্তে আর সময়ের স্রোতে হারিয়ে যায় চিঠির ঐতিহ্যবেলা.

আবেগী মন ছোটে বারেবারে সেই রঙিন স্ক্রিনের উপর,

মোবাইল তুমি পথভ্রষ্ট, মাল্টিমিডিয়া সেট জানা আছে সবার.!


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy