'দেহের অনুভূতি'
'দেহের অনুভূতি'


স্পর্ধার নিপুন আঙূলের ডগায় প্রথম ছুঁয়ে দেখার প্রয়াস,
হৃদয়ের মাঝে হৃদয় এসে থেমে যায় তীব্র উষ্ণতায়,
আশ্চর্য রকম শিহরণ মন-প্রাণ জুড়ে থাকে নীলাভ শিরায়-উপশিরায়.
রক্তে গতিময় আগুনের ফুলকি ছড়ায় উতল ভালোবাসায়,
চরম এক মূহুর্তে ছুঁয়ে যায় মন-প্রাণ -----------
যৌবন জোয়ারের ঢেউয়ের ভাঁজে ভাঁজে হয় রঙ বদল,
বুকের মাঝে বহু যত্নে আগলে থাকে জীবনের রসদ.
পরস্পরের সান্নিধ্যে উষ্ণ স্পর্শে নিঃশ্বাসের দৃঢ় ক্লান্তি জুড়ায় শরীর জুড়ে,
অনুভূতির দেওয়ালও শিওরে ওঠে আঁচড়ের স্পর্শে.
শূন্য হৃদয়ে পূর্ণতার স্বাদ মেটে ভালোবাসার পরশে,
অদ্ভুত এক ভালোলাগা জন্মায় প্রথম স্পর্শে একত্রে!