শারদীয়ার আগমনে
শারদীয়ার আগমনে


নীল আকাশের গায়ে সাদা মেঘেরা সুন্দর ভেসে বেড়াচ্ছে উড়ে বেড়াচ্ছে,
ঠিক যেনও শরতের শুভ্র আকাশে বাতাসে জানান দিচ্ছে দেবীর আগমনী বার্তা,
শিমুল তুলোর মতো ভেসে বেড়াচ্ছে ছেঁড়া-ছেঁড়া কিছু সাদা মেঘের ভেলা,
শরৎ মানেই নদীর তীরে সাদা কাশফুলের মেলা,
মজায় কাটুক সবার এই শারদবেলা.
পূজোর উচ্ছ্বাসে জীবন হোক সবার আনন্দময়পূর্ণ,
নবীন আলোকে, নব আনন্দে পূরণ হোক সবার মনোকামনা,
শুভ হোক নববর্ষের এই সুখের আগমন,
সবাই কে জানায় দূর্গাপূজার আগাম অভিনন্দন.
পূজোর হাওয়া লাগুক জগৎ জুড়ে, বছর-বছর আসুক ঘুরে ফিরে.
বোধন থেকে বিসর্জন, সবাই যেনও থাকে সুখে,
মান অভিমান দূরে ফেলে, মিলে মিশে থাকুক সবাই আপনজনে.!