'বাতাসে আগমনীর সুর'
'বাতাসে আগমনীর সুর'
কাশফুল আর ঢাকের তালে শিউলি নাচে ডালে-ডালে
বনের পাখি উঠলো জেগে, শিশির ভেজা এই শরৎকালে.
পূজোর হাওয়া জগৎ জুড়ে, মা আসছে ঘরে-ঘরে,
ঢাকের তালে খুশির দোলে,পূজোর বাঁশি বাজে দূরে.
মেতেছে মন নতুন নেশায়,ছুটির দিনে আপন সুরে.
পূজো মানেই নতুন করে, কাটবে শুধু হেসে খেলে.
এবার পূজোয় আকাশ জূড়ে লাগলো ছোঁয়া আলতো করে,
আগমনীর সুরে-সুরে, মন চলে যায় দিগন্তে উড়ে,
পূজো মানেই নতুন করে আগমনীর সুর বাজে
ঢাকের তালে,
আকাশ জুড়ে নিত্য খেলা, কাশের বনে লাগলো হাওয়া,
পূজো মানে বছর ঘুরে আনমনে হারিয়ে যাওয়া,
স্বপ্নগুলো হোক পূরণ, ইচ্ছে গুলো উড়ে বেড়াক,
আকাশ ফুঁড়ে ডানা মেলুক বেদুইন এই মন.
বোধন থেকে বিসর্জন, ভালো রেখো মা সবার মন,
সবাই কে জানাই ভালোবেসে পূজোর আগাম অভিনন্দন.!