'স্রষ্টার সৃষ্টি সম্রাট'
'স্রষ্টার সৃষ্টি সম্রাট'


হে প্রিয় কবি আমার, লহ শত শত কোটি প্রনাম,
তুমি সাহিত্যের সম্পদ নও, তুমি বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ,
বিদ্রোহী কবিতার প্রানপুরুষ তুমি------
সাহিত্যের ভান্ডারে তুমি অন্যতম শ্রেষ্ঠ কবি,
অসাধারণ তোমার কার্যক্ষমতা,শব্দগুচ্ছের প্রকাশ,
স্বচ্ছতার মধ্যেও অনন্য মাধূর্য্য বেশ প্রসংশনীয়,
তোমার জন্যই চিনতে পারা এই জগৎটাকে,
স্রষ্টার সৃষ্টির মহিমা তুমি-------
সাহিত্য জীবনের মূল ভাবনার মধ্য দিয়েই সারা বিশ্বকে চেনা,
তাই তোমার উপাধি বিদ্রোহী নজরুল----,
তোমার কষ্টে কাটা দিনগুলো পারে নি তোমায় দাবিয়ে রাখতে,
সব দেশে সব কালে ঘরে-ঘরে তুমিই মানুষের জ্ঞাতি,
সকল ধর্মের সার্বজনীন মূল্যের প্রতি তোমার প্রগাঢ় আস্হা,
বাংলার কবি হিসাবে তুমিই বাঙালির মনে প্রানে জুগিয়েছিলে অনিঃশেষ প্রেরণা----
বিশ্বাস ও উপলব্ধি দিয়েই তোমার সৃষ্টির বৈচিত্র্য,
তুমি মননে ও অনুভূতিতে সর্বদাই শক্তিশালী,
তুমিই স্পষ্টবাদী মনোভাব সম্পন্ন কবি---,
তাই তোমার আপসহীন চেতনা সকল মানুষকে উজ্জীবিত করে,
প্রকৃতির প্রতীক তুমি-----
মানব মনের চিরন্তন বিরহ বেদনাকে রূপ দিয়ে করেছো মর্মস্পর্শী,
স্বার্থক কবি তুমি, তোমার অগ্রেই সারা বিশ্ব সহ জানাই তোমাকে প্রনাম..!