Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Sahanaz Gold Jewellery

Classics

2.0  

Sahanaz Gold Jewellery

Classics

'প্রাণ রক্ষাকারী ছায়া'

'প্রাণ রক্ষাকারী ছায়া'

1 min
468


সেই যে লোকালয় ছেড়ে ঐ দূর শূন্য মাঠের ওপারে,

আগোছালো সেই ভাঙা ঘরের পাশে যে নিবিড় অরণ্য,

সেটা আজ অনেকাংশ রঙহীন শবের জীবন.

সবকিছু যেনও ধুলোয় মিশে যাওয়া জ্বালাময় দহন!

পাখিদের ঐক‍্যতানে সন্ধ্যা নেমে আসে নিস্তব্ধতায়,

বিলয়প্রাপ্ত অরন‍্যভূমি, সব যেন নিথর, বিকলাঙ্গ!


যেখানে এককালীন সারি সারি গাছ শির উঁচু করে

শোভা বাড়িয়ে ছিল এই অরন্যের,

যেখানে গাঢ় সবুজ মাঠ,ঘাস, সবুজের সমারোহে একাকার ছিল চারদিক,

গোধূলি বেলায় পাখিদের সেই কলতানি,

এখন যেন সব হারিয়ে গেছে চেনা-অচেনা সবুজের সমারোহে,

বিলুপ্তপ্রায় সেই সব পশু-পাখি!

পূর্নিমার ঝলসানো আলোয় সবুজ অরণ‍্য আর হাসে না,

শব্দহীন নির্জন অরণ্যের বুকে লুকিয়ে থাকা গহীন আন্ধকারচ্ছন্ন ভস্মের আলপনা,

দূর থেকেই বিদায় জানায় অরণ্যের সেই ছায়াপথ এখন ধ্বংসের মুখে,

হতাশায় স্মৃতিগুলো হাহাকার করে ওঠে অভিমানে,

অরণ্যেরা আজও রোদন জানে.!


Rate this content
Log in

More bengali poem from Sahanaz Gold Jewellery

Similar bengali poem from Classics