STORYMIRROR

Sahanaz Gold Jewellery

Inspirational

3  

Sahanaz Gold Jewellery

Inspirational

'বৃক্ষরোপণ সুস্থ জীবন

'বৃক্ষরোপণ সুস্থ জীবন

1 min
1.1K

গাছ লাগাও প্রান বাঁচাও,

চারদিক শুধুই সবুজের সমারোহ বার্তা,

মনের সবুজ কে জাগ্রত করো ,

তবেই বাঁচবে একটি প্রান, একটি পরিবেশ.


স্বচ্ছ পরিবেশ গড়ে ওঠে প্রানের সাথে,

একে অপরের প্রতি পরম আত্মীয়তার সাথে,

এই চারপাশের জগৎ-ই তো আমাদের সুস্থ ভাবে বেঁচে থাকার প্রাণশক্তি-----

পরিবেশকে বাঁচিয়ে রাখার দায়িত্ব একমাত্র মানবসমাজের.


দু-দিনের এই জীবনে, চাইলেই মানুষ সব পারে,

গাছ লাগিয়ে করতে পারে সবুজের সমাবেশ.

গাছ আমাদের জীবন-মরন, গাছ আমাদের অমূল্য সম্পদ,

প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গাছের তুলনা হয়না,

সবুজের আহ্বান সচেতনতার আহ্বান---------

যদি না বাঁচে বন,বাঁচবে না মোদের এই মানব জীবন,

বৃক্ষের প্রযত্নেই বৃক্ষকে ফিরে পাবো আবার মাটির কোলেই,

বৃক্ষের মালিকানা শুধু মানবতার.!


ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍

Similar bengali poem from Inspirational