'বৃক্ষরোপণ সুস্থ জীবন
'বৃক্ষরোপণ সুস্থ জীবন


গাছ লাগাও প্রান বাঁচাও,
চারদিক শুধুই সবুজের সমারোহ বার্তা,
মনের সবুজ কে জাগ্রত করো ,
তবেই বাঁচবে একটি প্রান, একটি পরিবেশ.
স্বচ্ছ পরিবেশ গড়ে ওঠে প্রানের সাথে,
একে অপরের প্রতি পরম আত্মীয়তার সাথে,
এই চারপাশের জগৎ-ই তো আমাদের সুস্থ ভাবে বেঁচে থাকার প্রাণশক্তি-----
পরিবেশকে বাঁচিয়ে রাখার দায়িত্ব একমাত্র মানবসমাজের.
দু-দিনের এই জীবনে, চাইলেই মানুষ সব পারে,
গাছ লাগিয়ে করতে পারে সবুজের সমাবেশ.
গাছ আমাদের জীবন-মরন, গাছ আমাদের অমূল্য সম্পদ,
প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গাছের তুলনা হয়না,
সবুজের আহ্বান সচেতনতার আহ্বান---------
যদি না বাঁচে বন,বাঁচবে না মোদের এই মানব জীবন,
বৃক্ষের প্রযত্নেই বৃক্ষকে ফিরে পাবো আবার মাটির কোলেই,
বৃক্ষের মালিকানা শুধু মানবতার.!