'মন পাখি'
'মন পাখি'
যদি জন্ম হয় আবার,
ফিরে আসি যদি সুন্দর এই পৃথিবীতে,
যদি হাতছানি পাই মায়া মমতায় জর্জরিত এই পৃথিবীর-----
তাহলে আমি চাইবো পাখি হতে,
চাইবো শরতের ঐ নীল আকাশ ভেদ করে,
ইচ্ছে মতো ডানা মেলে ঘুরে বেড়াতে উড়ে বেড়াতে,
মুক্ত বিহঙ্গের মতো পৃথিবীর আকাশে-বাতাসে
স্বাধীনভাবে চড়ে বেড়াতে সুখের ছলে----------
ভোরের উজ্জ্বল দীপ্ত আলোয় মনের রাজ্যে ফুলেদের দেশে পাড়ি দিতে দিবানিশি,
মনের ছন্দে ঐ দূর দেশে আকাশের পথে যেতে যেতে,
কত সুখ, কত স্বপ্ন নিয়ে অজানাকে খুঁজে বেড়াতে চাই যাযাবর ঐই জীবনে.!