STORYMIRROR

Abhijit Halder

Abstract Tragedy Inspirational

4  

Abhijit Halder

Abstract Tragedy Inspirational

স্মৃতির আঙিনায় বসে থাকি একা

স্মৃতির আঙিনায় বসে থাকি একা

1 min
12

স্মৃতির আঙিনায় বসে থাকি একা
- অভিজিৎ হালদার 

সন্ধ্যা নামলে আমি বসে থাকি—
আমারই এক পুরোনো স্মৃতির ছায়ায়।
ঘর আঁধার হয় না,
তবুও চোখে নামে এক অদ্ভুত ধূসরতা।

একদিন কেউ এসে বলেছিল—
ভালোবাসা মানে নিজেকে ধ্বংস করে
অন্যের ভিতর আশ্রয় খোঁজা
আমি বিশ্বাস করিনি তখন
এখন দেখি—
আমার ভেতর তুমি আর আমি নিখোঁজ।

জীবন এক নরম মাটির মাঠ , ক্ষেত এবং ফসল 
পায়ের ছাপ ফেলে হেঁটে যায় সময়।
আমরা ভাবি কিছু রয়ে যাবে—
কিন্তু থেকে যায় শুধু শূন্যতার শেষ সম্বল নিঃশ্বাস।

আমি দেখেছি—
সবচেয়ে কঠিন যুদ্ধটা চলে নিঃশব্দে
নিজের সাথেই।
তুমি জিতলেও ক্লান্তি আসে,
হারলেও কিছু একটাকে বাঁচিয়ে ফেলো অসম্ভব নিয়মে।

রাত গভীর হলে,
আমি নিজের ছায়াকেও চিনতে পারি না !
ভুলে যাই নিজের নাম—
শুধু মনে থাকে
একটি মুখ, কার তুমি মনে থাকে না !
যে বলেছিল, "আমি তোমার হবো না!!"

ভালোবাসা সব সময় একজোড়া নাম নয়,
অনেক সময়—
এটা একটা চিঠি যা পাঠানো হয়নি,
একটা গান যা গাওয়া হয়নি,
একটা স্পর্শ যা থেমে গেছে মাঝপথে তোমার অপেক্ষায়।

আমি আজো লিখি—
কারণ শব্দই একমাত্র জিনিস
যে আমার ভেতর থেকে হারিয়ে যায় না।
তুমি যদি কখনো ফিরে আসো,
এই কবিতা'গুলোই তোমাকে চিনিয়ে দেবে—
কে ছিল, কে হারাল, কে আজো অপেক্ষায় !!
আমি মানুষ, তাই প্রতিবার ভাঙি কিন্তু প্রতিবারই শব্দ দিয়ে নিজেকে গড়ে তুলি নিদারুণ সংকটজনক অভিজ্ঞতায়।।


© Copyright Reserved 
       Abhijit Halder 




Rate this content
Log in

Similar bengali poem from Abstract