স্মরণীয় মুহূর্ত
স্মরণীয় মুহূর্ত


কোনো এক বাঁকে স্মরণীয় হয়,
জীবনের বাঁচার ইচ্ছা আজন্মকাল রয়,
আলোকিত আমিত্ব, স্বপ্ন বিলাসী মন,
বিক্ষিপ্ত ভগ্ন জীবনে পুনরায় অনুরণন,
ভরসার মনোরথে সুদূরপ্রসারী ইচ্ছেডানা,
নব আবেশে ঋদ্ধ মনে অবিন্যস্ত একাকিত্ব,
হঠাৎই ধূমকেতুর আগমন ভোরের আলোয়,
আলোকিত ক'রে দেখা দিলে মনের সমুদ্রে
দিকভ্রান্ত জাহাজকে আলোক দিশারী হ'য়ে,
অবিন্যস্ত মননে সুসজ্জিত রূপের তুলিটান,
এঁকে দিলে এক অনিঃশেষ বিশালতার আচ্ছাদন,
ক'রে নিলে অমাবস্যার রাতে পূর্ণিমার সংগোপন।
অনিত্য সত্যের পথে তুমিই সেরা বন্ধন,
জীবনখাতায় ঋণী হলাম সেদিন থেকে সারাক্ষণ।