সমাজ চিত্র
সমাজ চিত্র


ওই যে দূরে কালো পাখিটা ডাকছে,
বলছে এই দিকে আমার কাছে আয় না !!
আমি ভাবলাম হয়তো কোকিল,
কাছে গিয়ে দেখি কি কুৎসিত মুখ ;
এ যে চোখ তুলে দেখা যায় না I
বললাম, ছি ছি তুই চলে যা,
তোর এই মুখ দেখতে চায় না I
শুনে কিম্ভুত হেসে বলল,
দেখতেই হবে এই নতুন সমাজের আয়না !
একটু স্তম্ভিত হলাম. ভেবে দেখলাম,
কথাটা কিন্তু নয় পুরোটা ফেলনা ;
ঠিক এর মতোই সমাজে আছে কিছু কুৎসিত লোক
এরা করে নির্মম সব নোংরা কাজ,
প্রমান দেয় আসলে সব এক একটা আস্ত হায়না I
অনেক ভেবে কষ্টে চেয়ে বললাম,
তুই প্লীজ কোকিল হয়ে আয় ;
যতটা পারা যায় যেমন করেই হোক,
সকলকে সমাজের ভালো দিকগুলো জানাই I
হতে পারে কিছু জন নোংরা,
কিছু ঘটনা সত্যি ভোলা যায় না I
তাও চল না চেষ্টা করি সকলে,
প্রত্যেকে ভালো কিছু করার ;
সবাই মিলে একসাথে বলি,
এই উন্নত সভ্যতায় আমরা নোংরা সমাজ চায় না I