মুখোমুখি
মুখোমুখি


ছিঁড়ে ফেলা খুব সহজ,
পারো কি জোটবদ্ধ থাকতে!?
কবর দেওয়া বেশ সোজা,
পারো কি জীবনরেখা আঁকতে!?
মিথ্যের দরজায় আড়াল করা সহজ,
পারো কি সত্যের কড়া নাড়তে!?
নিজের স্বার্থে লড়াই করা সোজা,
পারো কি অন্যের স্বার্থে লড়তে!?
পূর্বে বানানো পথে চলাফেরা সোজা,
পারো কি পথ তৈরি করে হাঁটতে!?
আনন্দে পাশে দাঁড়ানো সহজ,
পেরেছো কি দুঃখে পাশে থাকতে!?
অন্যকে কটুক্তি করা খুব সহজ,
পারো কি নিজে গায়ে মাখতে!?
সমালোচনা করা খুব সোজা,
পেরোছো কি আলোচনার শর্ত রাখতে!?
ছিঁড়ে ফেলা খুব সহজ,
পারো কি জোটবদ্ধ থাকতে!?
কবর দেওয়া বেশ সোজা,
পারো কি জীবনরেখা আঁকতে!?