STORYMIRROR

sudipta maji

Inspirational

5.0  

sudipta maji

Inspirational

শিক্ষক

শিক্ষক

1 min
2.0K


শিক্ষক মানে মনুষ্যত্ব

আছে যেথায় প্রঞ্জার সম্ভার,

শিক্ষক মানে দৃঢ় ব্যক্তিত্ব

মন মধ্যস্থ সর্বদা সদাচার।।


শিক্ষক মানে কটুক্তি বিরোধী

গূঢ় ঘনীভূত কালো অন্ধকারে আলো,

শিক্ষক মানে ছাত্রছাত্রী দরদী

দীপ্ত সূর্যালোকে আশার প্রদীপ জ্বালো।।


শিক্ষক মানে ছাত্রছাত্রীদের মনের গভীর

তেজময় মুখমন্ডলে ঞ্জানচিত্ত অধোর,

শিক্ষক মানে সমাজে উচ্চ যেথা শির

যার প্রকৃত অর্থ সমাজ গড়ার কারিগর।।


শিক্ষক মানে সহৃদয়তা সম্পন্ন 

সমস্ত বিষয়ে সকলকে সমান গুরুত্ব,

শিক্ষক মানে সর্বদা শিক্ষার্থীদের জন্য

ব্যাক্তিত্বের মধ্যে অন্তর্নিহিত বোধিসত্ত্ব।।


শিক্ষক মানে স্কুলের গতানুগতিক পরিবেশ

সমাজের কোনো ভয়হীন সাহসী এক বীর,

শিক্ষক মানে শিক্ষার্থীদের প্রতি চৌম্বক আবেশ

যার হাতে সহজেই ছিন্ন কুসংস্কারের জঞ্জির।।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational