শুধু তুমি
শুধু তুমি
কেমন যেন তুমি চলে যাচ্ছ সরে সরে অনেক দূরে,
চাইছি ধরতে, কিন্তু তোমার বাসা এখন অন্য নীড়ে;
সমস্ত স্মৃতি হয়ে যাচ্ছে কেমন যেন কিছুটা অস্পষ্ট,
বোধ হয় চোখে কিছু পড়েছে, না কি অজানা কষ্ট!
ইচ্ছে করছে শূন্যে ভাসিয়ে দিই নিজেকে কোথাও,
কিন্তু কেন জানিনা, সে চেষ্টা হয়ে যাচ্ছে বৃথা তাও।
মনের অজান্তেই তুমি হয়ে উঠেছিলে সব থেকে প্রিয়,
কোনো এক তীক্ষ্ণ বৃষ্টি সেই জলছবি মিলিয়ে দিল।
মনে হল চিৎকার করে বলি, প্রিয় যেও না ছেড়ে;
তোমাকে দেওয়া চিঠিটা প্লীজ ফেলে দিও না ছিঁড়ে।
শত চেষ্টা করেও বাধা কাটিয়ে পারলাম কই বলতে,
চতুর্দিক অন্ধকার, নিভে গেছে সব প্রদীপের সলতে।
থাকি অপেক্ষায়, ক্ষীণ আশায়, তবু সঙ্গী যে নিরাশাই, তাকাবে কি ফিরে!?
কিন্তু মন মানছে কই, তোমার ঠিকানা যে এখন অন্য নীড়ে।

