বাস্তব সত্য
বাস্তব সত্য


বাস্তবতা গুলো ভেসে বেড়ায়
সত্যের সন্ধানের তরে,
সত্যের সন্ধান বৃথা হয় তখন
যখন বাস্তবতা মুখ থুবড়ে পড়ে।
অন্ধকার যত গূঢ় হবে
বুঝবে আলো আছে কাছে,
জীবন তরী যে বড়ই টলমলে
চালক মনের জোর নিয়ে বাঁচে।
অসহায় অবস্থা বড্ড কঠিন
জটিল বাস্তবের প্রতিটি পাতা,
যখন আসে ভীষন কাঠিন্যতা
স্মরণ হয় প্রতিটা না বলা কথা।
স্মৃতি, তা সে নতুন বা পুরোনো
হৃদয়ে ভেসে আসে বার বারে,
সত্যের সন্ধান বৃথা হয় তখন
যখন বাস্তবতা মুখ থুবড়ে পড়ে।