স্কুল জীবন
স্কুল জীবন

1 min

465
মনে আছে ?
টিফিনের আড্ডায় তোর চুরি মিষ্টির কথা...
মনে আছে তু্ই আকাশের সাথে -
আমি মেঘের সাথে ?
মনে আছে ?
তোর তখন ঊনিশ, আমার একুশ হবে !
নদীর সাথে বয়ে যাওয়া স্কুলের জীবন
আজও কাঁদায় আমাকে,
মনের পাতায় স্বপ্নের ভেলায় রোজ ভাসি...
তোর সাথে আমার আড়ি !
চল আবার শুরু করি ,
তু্ই ক্লাস 6 , আমি ক্লাস 9...