সিংহশিশু
সিংহশিশু


মাতৃ জঠরে অবয়ব পায় অঙ্গ প্রত্যঙ্গ ।
বিরামহীন নিপুণ মশৃণ কর্মযজ্ঞে
জঠরের তমশায় অবিরাম বেড়ে ওঠা ;
জন্মক্ষণে , ছিন্ন হয় মাতৃগর্ভের আকর্ষণ ।
ভেজা ত্বক শুকিয়ে ওঠে বাতাসে ।
আলাপচারিতায় পর্বের শুরু ।
আবাদি সবকিছু নির্ঘন্ট মেনে সমর্পণ হবে ।
মাঝে কিছু দিন , ভয় চোরাবালি ।
ফন্দি ফিকির , লুকোচুরি , দ্বন্দ্বের মাঝে,
প্রতিবিম্ব সরে গিয়ে জলছবি উবে যায় ।
কিছু ছবি ফ্রেম ধরে রাখে ,
কল্যান ব্রতী অমৃতের পুত্র কন্যা ।
আত্মত্যাগ প্রতিকুলতার সোপানে গড়েছেন
স্বপ্নের রূপকথা ; সভ্যতার ইতিহাস ।
কোটি কোটি মানুষের মাঝে এঁরা কতিপয় ।
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করি তাই ।