Chiranjib Halder

Classics

2  

Chiranjib Halder

Classics

শূন্য অপসনের কবিতা

শূন্য অপসনের কবিতা

1 min
562


অর্ডার প্লেস করার জন্য শূন্য টিপুন।

সেই সাত সকাল থেকে শূন্য টিপে বসে আছি।

ব্রন দাগওলা কোন বিষন্ন সেলসম্যান ও নয়।

এক তোপসে মাছ নড়ে চড়ে ওঠে আচানক

আমার ঝোলায়।

 আমি তার খ্যদ্য আধিকারিক ভেবে পেট চিরে দেখি

অসংখ্য শূন্যের ভিতর আমার লৌকিক প্লোটোপ্লাজম গুলো 

অধিকার করে আছে রমন সম্ভারে।

আমি ডেকে উঠি রাই----

নীল অপরাজিতা আমাদের সঘন বান্ধবী।

তাকে ডেকে গর্ভিনী তোপসের কথা বলে দাও

তাকে ডেকে কিছু জিজ্ঞাসা দাও

তাকে ডেকে পার তো সোনার নেউল দাও

তাকে ডেকে বলে দাও বিন্দুহীন শূন্যে

চানক্যের মহতী জন্ম কথন।


Rate this content
Log in

Similar bengali poem from Classics