STORYMIRROR

Chiranjib Halder

Classics

3  

Chiranjib Halder

Classics

রুক্সিনী মেহেতা

রুক্সিনী মেহেতা

1 min
673

চাঁদ উঠেছে কামিনীফুল সুপারি ডালে আলো

ছেলে ছোকরা এবং প্রেমিক রয়েছে জমকালো।

ছেলের বাড়ি ফুলেশ্বরে মেয়ের বাড়ি কাঁথি

যদিও ছেলে ভাবুক বড় চাইতে পারে হাতি।

চাইলেই কি দিতে হবে ছেলের হাতে মোয়া

সত্যি বলছি আয়টা আমার তুলসি পাতায় ধোয়া।

কপাল গুনে তুলসি পাতার ব্যবসা করি ভালো

ব্যবসা করে খেতে হবে আজকে এবং কাল ও ।

এই গ্রামেতে চাঁদ উঠলে গন্ধে ভাসে ঘর

ফিরতি ডাকে দেবো চিঠি হবেনা নড়চড়।

ট্রেনে ট্রেনে ফিরি করি ট্রেন যাবে কাকদ্বীপে

গেলে কিন্তু মাছ ধরবো আমার হুইল ছিপে।

আপনি আমার প্রবল চেনা আপনি জননেতা

হৃদয় থেকে হারিয়ে গেছে রুক্সিনী মেহেতা।


Rate this content
Log in

Similar bengali poem from Classics