অন্ধ কাব্য
অন্ধ কাব্য


অন্ধ প্রেমিকার কোন্ দিন জানতে পারবে না
তার চুরি করা সেরা পোষাক টা প্রেমিকার ই।
---------------------------------------------------------
প্রতিটি স্কাল এক একটি ন্যরেটিভ নারী মূর্তি ।
--------------------------------------------------
লাল কাপড় বেঁধে একটি ষাঁড়কে ছেড়ে দেওয়া হল প্রেমিকা দপ্তরে
তাদের সমবেত বৃন্দ গানের শেষ কলিতে গলা মেলাচ্ছেন ইমানুয়েল কান্ট।
---------------------------------------
আমার কোন প্রেমিকা আছে কিনা
শুনে রাখুন পাঠকবর্গ তাহার নামটি তৃণা।
এ তল্লাটে একটি মাগী শাসায় পাগলা ষাঁড়
এ তল্লাটে তৃণা নামের ঝগড়াটে বউ কার।
আমার কথা তাহার কথা এবং তৃণার স্বামী
শুনে রাখুন পাঠক বর্গ তৃণাই তাহার মামী।