প্রেমিকা সংবাদ
প্রেমিকা সংবাদ


একদা এখানে এক প্রেমিকা ছিলেন
জগৎ বিছিয়ে ছিল তাহার ভিলেন।
হয়তো আমিও তার রূপমগ্ন কাম
কোথাও প্রেমিকা নেই ইহা দেখিলাম।
দেখিলাম দেখিলাম কিছু কি দেখেছি
এক চোখে কানা দুই চোখে কানা মাছি।
এক চোখে রূপ অন্য হৃদি পদ্মাসন
একে চন্দ্র দুয়ে পক্ষ নয়ে জুড়ে মন।
মনের প্রেমিক মন দুয়ে নদ নদী
বীজমন্ত্র পড়া হলে জলে মহাবোধী।
ভেসে যায় ভেসে যায় বেহুলার লখা
করিলে প্রেমের চর্চা বঊ দেবে বকা।
এখানে একদা এক প্রেমিকা সংহত
ক্ষতের প্রকৃত চিহ্ন বহে অন্য ক্ষত।
সেই সব ক্ষত আর জল সমাচার
প্রেমিকা ফুরিয়ে গেলে প্রেমিকা তোমার?