ম্যাজিক
ম্যাজিক
বারবার তোমাকে মনে পড়ছে ম্যাজিক।তুমি বায়না ধরেছিলে সঙ্গে আসবে।বড় অভাব।
বড় আদরের তবু বহন না করতে পারার অক্ষমতা শুধু মৌরি গাছকেই বলতে পারি। ধুলো পড়লেও চিরতারুন্যে ভাস্বর হে ম্যাজিক মাউন্টেন।
তোমার চিরায়ত ছোটখাট থান ইটের মত বপু,হাতির চোখের মত খুদে খুদে সাম্রেজ্যবাদী নিস্পাপ অক্ষর মালা।সত্যি আমি আপারক তোমার ব্রহ্মবাদীতার স্বরূপ নিস্কাষনে।থার্ড ডাইমেন্সান জাদুতত্ত্বের রঙিন গলবন্ধটা আমার নাদান চোখের সামনে খালি উড়তেই থাকে।তার অব্যয় আর যোতি চিহ্নের মাঝে আমি কেমন আটকে আছি অনন্তকাল।
মানের আদুরে কন্যে কোন দিন ও জানতে পারবে না সে সত্যি কাউকে ভালবেসে কিনা।
তার অর্ন্তবাস কোন প্রেমিক পবিত্র ধুয়ে দেবে কিনা।
তাকে গড়ের মাঠে কোন সার্কাস দেখতে গিয়ে
রাস্ত পরিত্যক্ত কুষ্ঠ যুগলদের কাছে জেনে নেবো
ভাল থাকার ব্যাকরণে কোন যতি চিহ্ন থাকে কিনা।