শুকতারা
শুকতারা


কে বলেছে তোমার কাছে নেই?
এইতো দেখো সন্ধ্যাকালে ফিরি,
শুকতারাটা আছে সেইখানেই,
যেখান থেকে তোমার গল্পে ফিরি।
তোমার বোধহয় অভিমানের জ্বর,
ভীষণ রকম জেদ আর আহ্লাদ,
ভাবছো তুমি আমি ভীষণ ঠগ,
গুনছি তোমার আবেগী অভিসম্পাত।
এই দেখোনা রাত বাড়ছে আরো,
তোমার গায়ে আলতো ছুঁয়ে চাদর।
বন্ধ চোখে তোমার ভীষণ কাছে,
আলতো ছুঁয়ে ভালোবাসার আদর।
তুমি চোখ খুলোনা, এক স্বপ্ন দেখো।
স্বপ্নে তোমার ঠোঁট ছুঁয়েছি আমি।
তোমার স্বপ্নের মেঘ সরিয়ে,
নীলচে আলোয় ভরিয়ে দিলাম আমি।
কে বলেছে আমি দূরে!
তোমার কপাল ছুঁয়ে দেখো
সকালের নরম রোদে আমায় পাবে,
কোলের কাছে যত্ন করে রেখো!