শুকিয়ে গেলো গোলাপটা
শুকিয়ে গেলো গোলাপটা


গোলাপটা শুকিয়ে গেছে ,
হয়নি যে তাকে দেওয়া ।
দিলেই বা হতো কি ,
সেই তো অবহেলাই পাওয়া ।
তার থেকে অন্তরে প্রেমের বীজ বপন করা ,
গান হয়ে অন্তরে গাওয়া ।
অবহেলার থেকে অধিক শ্রেয় ,
শুকিয়ে নষ্ট হওয়া ।
গোলাপটা শুকিয়ে গেছে ,
হয়নি যে তাকে দেওয়া ।
দিলেই বা হতো কি ,
সেই তো অবহেলাই পাওয়া ।
তার থেকে অন্তরে প্রেমের বীজ বপন করা ,
গান হয়ে অন্তরে গাওয়া ।
অবহেলার থেকে অধিক শ্রেয় ,
শুকিয়ে নষ্ট হওয়া ।