ভেঙে যায় কাঁচের চুড়ি
ভেঙে যায় কাঁচের চুড়ি


তুমি ফিরে এসো আমার কল্পনায় ,
এ জীবন তোমাকে ছাড়া বড্ড অসহায় ।
কেন ভেঙে যায় কাঁচের চুড়ি অকারণে ,
কৃষ্ণচূড়া ঝরে যায় রুক্ষতারই আবাহনে ।
কিছু মানুষ ক্রমশ দূরে চলে যায় ,
এ হৃদয় বারবার আশ্রয় হারায় ।
তবু অপেক্ষা আর শেষ হয়না !
ভেঙে যায় কাঁচের চুড়ি ,
প্রেমিকা আর আসেনা ।