রচনা হয়নি প্রেমকাব্য
রচনা হয়নি প্রেমকাব্য


ঘন কালো মেঘে আজ আবৃত এ অম্বর,
গৃহে বসে কবি গেথে চলেছে কাব্যের বন্দর ।
তরঙ্গিণী মন্দাকিনী সবই রয়েছে সেথা
কিন্তু সবই বৃথা !
লিখতে গিয়েও অকথিত রইল সে কোথা ।
কবির প্রেয়সীর কিঙ্কিণী নিয়ে ,
কবিতা লেখা হয়ে ওঠেনি ।
গভীর মননে নিমজ্জিত হয়েও ,
কবি প্রেমকাব্য রচনা করি তে পারেনি ।