অনুনয়
অনুনয়
যদি কখনও শোনো আমি যুদ্ধ হেরে গেছি ,
সারা শরীর জুড়ে অবসাদ আর ক্লান্তি ।
অতর্কিত আক্রমণে আমি বিদ্ধস্ত পুরোপুরি ,
মৃত্যু অবশ্যম্ভাবী আমার ,
আর হাতে কিছুক্ষণ মাত্র তোমার ।
সেদিন ও কি আসবেনা তুমি ?
শেষ দেখা দেবেনা তোমার ?
নাকি সেদিন ললাটচুম্বনে এঁকে দেবে ,
তোমার শেষ নাম - " ভালোবাসা "।