প্রাক্তন
প্রাক্তন


তাকে দেখে তোমার বুকের ভেতরে ,
বিষাদ এর মেঘ যায় ছেয়ে ।
যার চোকে চোক পড়লে আজও ,
অপরাধী মনে হয় নিজেকে ।
যার অসুথতায় প্রাথনা করো করজোড়ে ,
তবু তার কাছে যেতে পারো না ।
তাকে না পাওয়ার যন্ত্রণায় প্রতি রাতে মরে যাও ,
তবু ভালোবেসে মরতে পারো না ।
ইতি ঘটে সম্পর্কের ,
আর আলগা হয়ে আসে বাঁধন ।
একঘেয়ে হয়ে যায় সম্পর্কটা ,
আর অবশেষে সে হয় প্রাক্তন ।