শ্রীরাধার মত
শ্রীরাধার মত
আকাশ আজ মেঘাবৃত ,
বর্ষণ করছে অঝোরে ।
তুবুও সে ছুটে যায় দুর্যোগ নিভৃতে ,
প্রেমের ডাকে সারা দিতে ।
সে জানে এ ঝর এ বৃষ্টি তার পথে বাঁধা হবে ,
তুবুও থামলে তার চলবেনা ।
এই ঝরের রাত তাদের কেবল ,
আজ তাদের মাঝে কেউ আসবেনা ।
মরণবাশি তাঁকে আহ্বান করে ,
সে ছুটে চলে উদ্ভ্রান্তের মত ।
কিঙ্কিণী তার বাজে রুণুঝুণু ,
গল্ম হতে ঝরে পুষ্প ছিল যত ।
তার প্রেমে ভয় নেই যে ,
কারণ তার প্রেম যে শ্রীরাধার মত ।