Subhasish Goswami

Abstract

1  

Subhasish Goswami

Abstract

চিও হাস্য

চিও হাস্য

1 min
380


যখন কেউ থাকেনা পাশে, যখন নিবিড় কালো তিমির ছেয়ে ফেলে চারধার। 

তখন বুঝি কোথা থেকে আশ্বাস ভরা অচেনা স্পর্শ

জীবনকে এক লহমায় মরুভুমি থেকে এনে দিতে পারে মরূদ্যানের মাঝখানে ।

যখন নাবিক দিশাহীন , যেন তার হাল গেছে ভেঙে , 

সেই পথভ্রস্ট নাবিক কে সঠিক কুল নির্দেশের পর পরিত্রাতার তৃপ্তি মাখা রয়েছে যেঁ হাঁসিতে ।

 যেঁ হাঁসি জড়িয়ে ধরে সব কষ্ট সব তিক্ততা নিজের মধ্যে শোষণ করার ক্ষমতা রাখে ।

যেঁ হাঁসির কারণে কবিতায় নদী নিজের অজান্তেই মোহনা অভিমুখী হয়ে ওঠে ।

যেঁ হাসির স্নিগ্ধতা ও সন্দিগ্ধের জন্য প্রকৃতি তার নিজের অহমিকা প্রদর্শিত করে,

 জীবনে সেই হাঁসির প্রয়োজন ।

সেই হাঁসি মানুষের বেদনাতেও চিত্ত ব্যাকুল করতে সক্ষম,

 জীবনে সেই হাঁসিরই প্রয়োজন আমদের সব্বার.


Rate this content
Log in