অপেক্ষা
অপেক্ষা


অপেক্ষাই হল হৃদয়ের প্রকাশ , অনন্ত এই আকাশের নীচে দাড়িয়ে আমি ,, আজীবন অপেক্ষা করতে পারি তোমার জন্য ।
তুমি যদি আমার এই হৃদয় স্পর্শ করতে পারো , তাহলে মাঘের কুয়াশায় ভিজে যাবে তোমার শরীর ।
তখন উষ্ণতার জন্য তোমার আমাকেই প্রয়োজন হবে , আর আমি সেই ডাক শুনে শিশিরের জলে ভিজতে ভিজতে ,
ছুটে যাবো তোমারই আহ্বানে সাড়া দিতে ।
যখন তুমি রঙীন এক আবেশের সন্ধানে , বারবার আমাকে মনে করবে ।
ঠিক তখনই আমি তোমার হৃদয়কে, আরও তৃষ্ণান্ত করে তুলবো ।
ক্লান্ত কণ্ঠে তোমার সব তৃষা নিবৃত করে , সব দ্বিধা কাটিয়ে এক নতুন স্পর্শ এনে দেবো ।
যদি তুমি আমার এই হৃদয়স্পর্শ করতে পারো , যদি তুমি আমার জন্য অপেক্ষা করতে পারো ।