শর্ত
শর্ত
1 min
1.0K
চিরসবুজ পৃথিবীর বুকে
বৃদ্ধ মন বিদ্ধস্ত,
শর্তের কলহে জর্জরিত।
ভালো লাগা, না লাগার মাঝে
ভালবাসা কাঁদে
ক্ষতবিক্ষত অসুখে।
অবিশ্বাসে ভরা ফ্যাকাশে মনেদের
গা ঘেসে ভেসে ওঠে
ঊষা,গোধূলির উষ্ণ আলিঙ্গন
নেই কোন উদ্দেশ্য, নেই কোন কারণ,
কত ফল, কত ফুল ফোটে
আত্মহারা সুখে।
নিঃস্বার্থ, শর্তহীন ভাবে
তারা মাটির আকাশে
ভাসে, হাসে, জ্বলে
নিষ্পাপ, চিরন্তন পৃথ্বীর কোলে।