শরৎকাল (শারদ সংখ্যা)
শরৎকাল (শারদ সংখ্যা)


বর্ষা শেষের নীল আকাশে
ভাসে সাদা মেঘের রাশি
রোদ বৃষ্টি যুগপৎ ফেরে
করে হাসাহাসি।
গ্ৰীষ্মকালের নদীতে করে
শিশুরা নেমে খেলা
বর্ষা শেষের নদীতে ওঠে
বড় ঢেউয়ের মেলা।
শরৎকালের বাতাসে ভাসে
শিউলি ফুলের সুবাস
তার প্রভাবেই আমরা পাই
দেবীর আগমণীর আভাস।
নদীর পারে দোলা লাগে
কাশ ফুলের বনে
শারোদৎসবে মাতে সবাই
দেবীর অকাল বোধনে।