শপথ: প্রণাম কার্গিল শহীদ
শপথ: প্রণাম কার্গিল শহীদ
জওয়ানের খুনে লাল হোল আজ
স্বর্গ উপত্যকা,
মেশিন গান আর গ্রেণেড ধোঁয়ায়—
শহীদের শব ঢাকা ৷
জলপাই রং জামার পকেটে
চার লাইনের চিঠি,
দীওয়ালি তে ঘরে আসছি আমি
পনের দিনের ছুটি ৷
ঘরে তার প্রিয়া রংগীন বসনে,
কপালে সিঁদুর টিপ—
আলপনা আঁকে দুয়ারে দুয়ারে,
জ্বালে মংগল দীপ ৷
বড় খুশী প্রাণ, হাসি আর গান
ঘরে তে আলোর শোভা,
আধো আধো স্বরে খোকা আজ তার—
বলতে শিখেছে বাবা ৷
ঘরে এল বাবা ছুটির আগেই
বুক ঢাকা তিরঙায়,
বুকের কান্না বুকে চেপে রাখো
এ দিন শোকের নয় !!
আজকের দিন শপথের দিন,
নিডর, নির্ভয়—
আধো আধো স্বরে
খোকা বলে ওঠে—
"ভারত মাতার জয়" ৷৷