শোন রে ভোলা
শোন রে ভোলা


উন্মুক্ত পথ সামনে খোলা,
কাঁধের প'র আবর্জনার ঝোলা|
কোন গন্তব্যের জন্যে চলা,
জানবি না, তুই শোন রে ভোলা||
মাথায় নিয়ে আকাশ বড়,
পায়ের নিচে ঘাসের চাদর|
চিনতে হবে সকল আক্ষর ,
ভাঙ্গরে ভোলা বুকের পাথর||
মারকাটারি বসে দেখছ তুমি
রক্তবীজে পূর্ণ আজ মাতৃভূমি|
আসুক আবার বাতাস মৌসুমী,
ভোলা কে হবে তোর অনুগামী||