STORYMIRROR

Paula Bhowmik

Classics Inspirational

4  

Paula Bhowmik

Classics Inspirational

স্হলপদ্ম

স্হলপদ্ম

1 min
473

বুন্দেলখন্ডের রাজপুত নল সিং একাই 

এখানে এই বাংলায় চকদিঘী গ্রামে থেকে যান। 

বর্ধমানের জামালপুরের নিকট চকদিঘীতে, 

তিনি এক জমিদারী স্হাপন করেছিলেন।

প্রায় শ - খানেক বিঘে জায়গা জুড়ে পাঁচিল ঘেরা, 

তিনটি প্রাসাদ সেই সময়ের সাক্ষ্য করছে বহন। 

সেই বংশের বংশধর সারদাপারসাদ সিংহ রায়, 

জমিদার হলেও বিদ্যাসাগর এর বন্ধু ছিলেন।

"সৎ সঙ্গে যে স্বর্গ বাস" এই কথাটা তিনি, 

তাঁর পরোপকারী কাজের মাধ্যমে প্রমাণ করেন।

বিদ্যাসাগর এর প্রভাবে স্ত্রী শিক্ষার প্রসার ঘটান,

শুধু তাই নয়, এই বাড়িতে বিদ্যাসাগর মশাই,

একটি পাঠাগার পর্যন্ত তৈরী করেছিলেন।

বিদ্যাসাগরের কথায় তিনি শুধু চাকদিঘী নয়,

চকদিঘীর আশেপাশের এলাকারও ______

প্রভূত উন্নতি একাই সাধন করেন।

বিদ্যাসাগর মশাই খুব গাছপালা ভালোবাসতেন ,

তাই উনি বেড়াতে এলে বাগানের ধারের ঘরেই,

তাঁর থাকবার ব্যবস্থা করতেন।

এমনকি ঘরটি বিদ্যাসাগরের নামে উৎসর্গ করেন।

বাংলায় থাকতে থাকতে ওনারা বাঙালীই হয়ে যান,

একটা সময় এখানকার রীতি অনুযায়ী, 

বাড়িতে দুর্গা পূজার প্রচলন করেন।

কিন্তু মনে হয় তাঁরা বুন্দেলখন্ডের, 

জলের অভাবের কথা বেশ মনে রেখেছিলেন।

তাই হয়তো তাঁরা এখানকার দুর্গাপূজায়,

স্হলপদ্ম দিয়ে দুর্গাপূজা করার রীতি শুরু করেন। 


Rate this content
Log in

Similar bengali poem from Classics