STORYMIRROR

Rima Goswami

Romance Tragedy Others

3  

Rima Goswami

Romance Tragedy Others

শকুন্তলা

শকুন্তলা

1 min
204

আমি শব্দটা প্রেমের জন্য হয়ত প্রযোজ্য

আমি শব্দটা ভালোবাসার সম্পর্কে নয়

মহামারীর মত গ্রাস করে আপনজনদের

আমি শব্দের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত

স্বার্থপরতার এক মনোহর রূপালী মোড়ক

আহা মোর শকুন্তলা , তুমি দুষ্মন্তের

অপেক্ষায় পার করেছো দিবারাত্রি ।

অপেক্ষার অবসান কি আছে ?

শুনেছি মুনি দূর্বাসার অভিসম্পাত বিফলে যায় না ।

তুমিও তো চাইলে ধরতে পারতে অন্য একখানি হাত ?

বহুগামী হবার সাধ তো নারীরও থাকতে পারে ,

এটা কেন সমাজ ভুলে যায় ?

ভুলে যাও সেই দুষ্মন্তকে

যে তোমাকে করেছে মনের আড়ালে

এই তপবনেও অনেক হৃদয় আজও আন্দলিত হয় , আজও তারা তোমারই অপেক্ষায় ।



Rate this content
Log in

Similar bengali poem from Romance