শক্তির জন্য চিঠি
শক্তির জন্য চিঠি
'লেভেল ক্রসিং দাঁড়িয়ে আছে ট্রেন'
ভারী ব্যাপক বৃষ্টি ঝরছে বুকের ভেতর
শক্তি ফিরে এসো |
'যেতে পারি কিন্তু কেন যাব' প্রশ্নটা ছিল তোমারই
তবুও কেন নিরুদ্দেশের পথে পাড়ি দিলে ?
কেন ? কেন ? কেন ?
তোমার আর সন্তানের গাল ধরে চুমু খেতে ইচ্ছে করে না ?
এখন বুঝি অনাবশ্যক হার্ট ক্রেন পড়ারও সময় নেই ?
চিঠিপত্রের বাক্স আজো তৈরি হল না বুকের ভেতর,
তাই পাথরের ঠিকানায় ফেলে এসেছি তোমায় লেখা চিঠি !
রূপোলি মাছ কি পাথর ঝরানো বন্ধ করেছে ?
শক্তি তোমাকে ভালোবাসতে চেষ্টা করতে হয় না !
তোমার সৃষ্টির পরতে পরতে রোমান্টিক অভিঘাত |
অবনীর দরজায় আর কেউ কড়া নাড়ে না |
প্রশ্ন করে না ' অবনী বাড়ি আছো ?'
হেমন্তের অরণ্য থেকে চিঠি দিতে আসা পোস্টম্যান আজ নিজেই মেঘপিয়নের দেশে |
বুকের ভেতর বৃষ্টি নেমেছে, তোমার কাছে ঋণ,
শক্তি হারালেও সৃষ্টিরা হারিয়ে যায় না কোনদিন |
মধ্যরাতে কলকাতা শাসন করা চিরযুবকের কাছে
অনন্ত কুয়ার জলে চাঁদ বন্দী পড়ে আছে |