STORYMIRROR

Sudeb Bhadra

Tragedy

3  

Sudeb Bhadra

Tragedy

শিশুর মা(5)

শিশুর মা(5)

1 min
52


ওই শিশুটি 

যে এখন একা

ছিল না কোনোকালে কোনো আপনজন। 

তবে আপন বলতে কেবল মা ছিল

সেও না বলে চলে গেল একদিন। 

এখন কী হবে শিশুটির, 

কী খেয়ে বাঁচবে সে? 

কে তাকে ঘুম পাড়াবে? 

কেই বা তার খেয়াল রাখবে? 

কিছু বুদ্ধিমান মানুষ ঠিক করলো একদিন

অনেক বুদ্ধি সময় খরচ করে, 

অনাথ আশ্রমেই রাখবো ওই শিশুকে

ওখানে ও যত্ন পাবে

খেলার সঙ্গী পাবে

ভালোমন্দ খেতেও পাবে

অনেক বড়ো হবে

দশজনের একজন হয়ে উঠবে সে। 

কিন্তু মাতৃস্নেহ, 

যা থেকে সে চিরকালই বঞ্চিত

সেই মমতা, ভালোবাসা আর স্নেহ

যা তার মা তাকে দিত অকুণ্ঠিতভাবে

কে দেবে তাকে, কোথায় পাবে সে? 

হয়তো এ অভাবটা থেকে যাবে চিরকালই তার। 

কেননা মা তো একজনই হয়

তার সমান তো কেউই হয় না। 

একদিন হয়তো 

মা তার স্বপ্নের দুনিয়ায় দেখা দিয়ে যাবে

শিশুটি তখন কেঁদে উঠবে আর বলবে—

মাগো! তুমি কোথায় গেলে আমায় ছেড়ে, মা! 

একটিবার দেখা দিয়ে যাও।।


                


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy