শিরোনাম: সমাধান
শিরোনাম: সমাধান
অব্যক্ত ব্যথা গুলো গুমোট বাঁধতে বাঁধতে শক্ত পাথরে রূপান্তরিত হয়ে তীব্র যন্ত্রণার উদ্রেক করে বুকের
বাঁ- ধারে,,,
মলিন মুখমণ্ডলের রুক্ষ ঠোঁটের শুষ্ক হাসির অর্থ
বুঝে উঠা তোমার কম্ম নয় -
তুমি চেহরা পড়তে পারলে কোনো কষ্ট আমায়
ছুঁয়ে যেতে দুঃসাহস করত না।
যন্ত্রণাগুলো পাথর না হয়ে যদি বরফে জমাট বাঁধতো
কখনো কোনো সুখ না হোক
দুঃখের ওম পেলেও দুচোখ বেয়ে গলে বেরিয়ে যাবার সম্ভাবনা থেকে যেতো,,
স্বল্পেই সুখী হতে চেয়েছিলাম
যুগ্ম মনের দীনতা হৃদয়ের মলিনতা কিছুই পেতে দিলো না।
অনেক শখ ছিল ভালবাসার পাহাড় কিনবো
নদী হবো সাগরে মিশবো দিগন্তে আকাশ ছুঁবো
তোমার হাতে হাত রেখে অনেক দুর হেঁটে যাবো
হলোনা,,,দুটো মন আলাদা বলে
চিন্তা ভাবনায় সাদৃশ্য নেই বলে
তবুও মানুষ হিসেবে তো একের কাছে অন্যের
কিছুটা হলেও সম্মান প্রাপ্য তাইনা?
নাহ্!এখানে তো যেকোনো চাওয়াই ভুল,,,
একটা সাধারণ কথার মানেও ঝগড়া
নিত্য নৈমিত্তিক ব্যাপার হলেও কেনো যে এখনো
গা সওয়া হয়ে যায়নি কে জানে?
আসলে সবাই তো আর সব খেয়ে হজম করতে পারে না,,,
জানি একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে
শান্ত হয়ে যাবে সব,,, নীরবতা নেমে আসবে
একটি সুঁচ পতনের শব্দও কানে বাজবে
শুধু থাকবে না অশান্তির কারণটা
অনন্তে মিশে গিয়ে সকল অভিযোগের সমাধান এঁকে দিয়ে যাবে,,, উপহার দিয়ে যাবে শান্তি।
