শিরায় শিরায়
শিরায় শিরায়


পাল্টে নেবো নিজের ছদ্মনাম
বিছানায় শোয়াব আত্মগোপন করা অলীক আত্মাদের-
এ-কদিনের সমস্ত ভুল শুধরে আবার গুছাবো পালকের পোশাক
আজকের ভারী শরীরে ঘুম আসছে না আর
কেটে গেছে নগ্নতা দেখার তাগিদ ...
শুধরে নেব নিজের গ্রহণযোগ্যতাটুকু
যারা হাত রাখবে অপরাহ্ণ-বুকে
তাদের কপালে নির্দ্বিধায় এঁকে দেব বিজয়ীর চিহ্ন--
এখন ক্রমশ ফিরে যাবার সময়
উদ্বাস্তু পাতাদের আবার ঝুলিয়ে দিচ্ছি শিরার ক্ষতয়
এখন থেকে তারা আবার জলজ্যান্ত, রঙিন...