শিরা উপশিরা
শিরা উপশিরা
রক্ত কনিকার পুরো শিরা উপশিরাজুড়ে রয়েছে ঘিরে যে ক্ষত,
দহনে মরে জলে পুড়ে ছার শুধুযে
দাহ চলে অবিরত।
বিশেষ কোনো কারণ ছাড়া
ভালো লাগার নেই অনুমতি,
অসহায় এ প্রান করে আনচান
খুব তীব্র এ অনুভূতি।
ঝরে যায় ক্লেশ, ধ্বনি অবশেষে
পড়ে থাকে এক বুক আকুতি,
শিরার এই ক্ষত, বল বীর বেশে
মনে করিয়ে যায়, হারানো প্রতিশ্রুতি।
